Posts tagged ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান’

January 28, 2013

আমার ইরানী জীবন…চলছে যেমন

মূল লেখার লিংক
ইরানীরা জাতি হিসেবে ভয়াবহ রকমের সভ্য এবং ভদ্র।
এদের বিনয় আর আন্তরিকতার কোন তুলনা হয়না।আজ দ্বিতীয়বারের মত বাজার গেছিলাম। সাথে ছিল ইন্ডিয়ান-কাশ্মিরী বড় ভাই পাওয়ার ইঞ্জি. জুহাইব। আমার বিশ্ববিদ্যালয়ে সেই একমাত্র উপমহাদেশীয় ব্যক্তি যে আমার ভাষা-কালচার-প্রয়োজনীয়তা বুঝে। তার মতে ছাত্রদেরতে টমাটো-পটাটো, মরিচ-পেয়াজেই সন্তুষ্ট থাকতে হবে। মানে ছাত্রদের বিলাসিতা করা যাবেনা, বিদেশ বিভূয়েঁ এখানে অবশ্যই টাকা উড়াতে আসিনি। তাই আলু-টমাটো আর কিছু বাঙালী টাইপ মশলা আর ক’খানা আনডা নিয়েই অফ গেলাম।কতৃপক্ষের খাদ্য সরবরাহ থাকলেও এসব কিছু কিনতে হল, কারন সপ্তাহে দু-এক দিন দেশী খাবার খেতে না পারলে মারা যাব আর কি !মরিচের দোকানে মরিচ কেনার সময় দোকানদার ভালভাবে আমার আপাদমস্তক দেখে নিশ্চিত হল যে আমার মরিচগুলো অকাজে নষ্ট হবেনা। এখানে ফলমূল বেশ সস্তায় মনে হল। দু কেজি তাজা আপেল যে দামে কিনলাম তার চেয়ে বেশী দামে এক কেজী পেয়াজ কিনতে হল। বাংলাদেশী টাকায় হিসাব করলে আপেলের কেজি আসে প্রায় ২০-২৫ টাকার মধ্যে ।

read more »