March 13, 2017
মূল লেখার লিংক
আজ থেকে প্রায় অর্ধশতাব্দী আগের এক দিন। ১৯৬৭ সালের জুনের ৫ তারিখ। ছয় দিনব্যাপী আরব-ইসরাইল যুদ্ধ শুরু হয়েছে সেদিন। সময় তখন বেলা ১২টা বেজে ৪৮ মিনিট। চারটি ইসরাইলি জঙ্গী বিমান ধেয়ে আসছে জর্ডানের মাফরাক বিমান ঘাঁটির দিকে। কিছুক্ষণ আগেই আকাশ থেকে প্রচণ্ড আক্রমণে গোটা মিশরীয় বিমান বাহিনীর যুদ্ধ-সরঞ্জাম গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এবার জর্ডানের ছোট্ট বিমান বাহিনীর উপর আক্রমণ শাণাচ্ছে ইসরাইলি বিমানগুলো।
ঠিক ঐ মুহূর্তে ইসরাইলি সুপারসনিক ‘ডাসল্ট সুপার মিস্টেরে’ জঙ্গী বিমানগুলো আরবীয় আকাশে ভয়ঙ্করতম আতঙ্কের নাম। প্রচণ্ড গতি আর বিধ্বংসী ক্ষমতা নিয়ে সেগুলো ছারখার করে দিতে পারে আকাশপথের যে কোনো বাধা কিংবা ভূমিতে অবস্থানকারী যে কোনো টার্গেটকে। তবু তাদের পথ রোধ করতে মাফরাক বিমান ঘাঁটি থেকে বুক চিতিয়ে উড়াল দিল চারটি ‘হকার হান্টার’ জঙ্গী বিমান। শক্তির দিক থেকে ইসরাইলি বিমানের কাছে সেগুলো কিছুই নয়। মুহূর্তেই উড়ে যেতে পারে এক আঘাতে, তাতেই গুঁড়িয়ে যাবে তাদের প্রতিরোধের স্বপ্ন।
কিন্তু ইতিহাস দুঃসাহসের পূজারী। শক্ত প্রতিরোধ গড়ে তুলল মাফরাকের যোদ্ধারা। জর্ডানের একটি হকার হান্টারে পাইলটের সিটে বসে আছেন অকুতোভয় এক যুবক, এই পাল্টা প্রতিরোধের প্রধান সেনানী। ঈগল পাখির নিশানা তার সুতীক্ষ্ণ দু’চোখে। আকাশপথের সম্মুখ সমরেও যার স্নায়ুচাপ অবিচল, দুধর্ষ প্রতিপক্ষের সামনে যার মনোবল ইস্পাতকঠিন। সেই হকার হান্টার থেকেই সে যুবক নির্ভুল নিশানায় ঘায়েল করলেন দুই ইসরাইলি সেনাকে। ঐ মুহূর্তে কল্পনাতীত এক কাণ্ডও ঘটালেন, অব্যর্থ আঘাতে ভূপাতিত করে ফেললেন একটি ইসরাইলি ‘সুপার মিস্টেরে’। আরেক আঘাতে প্রায় অকেজো করে দিলেন তাদের আরেকটি জঙ্গী বিমান, ধোঁয়া ছাড়তে ছাড়তে সেটি ফিরে গেল ইসরাইলি সীমানায়। চারটি হকার হান্টারের প্রতিরোধের মুখে পড়ে ব্যর্থ হলো অত্যাধুনিক ইসরাইলি বিমানগুলো।

শিল্পীর কল্পনায়, হকার হান্টার থেকে সেই পাইলট দেখছেন তার আঘাতে পড়ে যাচ্ছে ইসরাইলি সুপার মিস্টেরে বিমান। সূত্র: bangladeshdefencejournal.comshilp
read more »
Posted in ইতিহাস, জানা অজানা |
Leave a Comment »
January 24, 2017
মূল লেখার লিংক

১৯৫৮ সালের ২৩ জানুয়ারি। ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে চলছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। ব্যাট হাতে ক্রিজে আছেন হানিফ মোহাম্মদ। স্টেডিয়ামের পাশেই গাছে ওঠে খেলা দেখছে একটি ছেলে। দীর্ঘ সময় খেলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে চোখ লেগে এলো তার, গাছের ডালেই যেন ঘুমিয়ে পড়ল ছেলেটি। এরপর ঘটে গেল একটি দুর্ঘটনা। অচেতন অবস্থায় গাছ থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল সে। দ্রুত নেওয়া হলো হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরল ছেলেটির। আর প্রথমেই তার প্রশ্ন, ‘হানিফ মোহাম্মদ কি এখনো ব্যাট করছেন?’
read more »
Posted in ইতিহাস, খেলাধুলা, জীবনকথা |
Leave a Comment »
August 22, 2016
মূল লেখার লিংক
ব্রিটিশরা যখন বাধ্য হয়ে উপনিবেশ ছেড়ে গেছে, তখন তারা সেখানে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করত। এর একটি তরিকা ছিল শাসনাধীন দেশটিকে টুকরো করে ফেলা। আয়ারল্যান্ড, ফিলিস্তিন/ইসরায়েল এবং অবশ্যই ভারতের ক্ষেত্রে তারা এই তরিকা প্রয়োগ করেছে।
আজ ২০১৬ সালের মধ্য আগস্টে লর্ড র্যাডক্লিফের সঙ্গে এক আলাপচারিতার কথা মনে পড়ছে, যিনি ভারতকে দুই টুকরো করেছিলেন।
read more »
Posted in ইতিহাস |
Leave a Comment »
November 8, 2015
মূল লেখার লিংক

শারজায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটি খেলতে নামার আগে আবেগ ছুঁয়ে গিয়েছিল সামিত প্যাটেলকে। ছোঁয়ারই কথা, জাতীয় দলে ফেরার আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন এক রকম। তিন বছর ধরে যে ডাক পড়েনি দলে! শারজা টেস্ট খেলে প্যাটেল যখন ফিরলেন, সেই টেস্টে আবার বিদায় নিয়ে নিলেন শোয়েব মালিক। যে মালিক আবার এই সিরিজের আগে টেস্ট খেলেননি টানা পাঁচ বছর।
read more »
Posted in ইতিহাস, খেলাধুলা, জানা অজানা |
Leave a Comment »
February 27, 2015
মূল লেখার লিংক
টুর্নামেন্ট শুরুর আগে সিডনিতে একই ফ্রেমে ১৯৯২ সালে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী সব ক্রিকেটার

বিশ্বকাপ ক্রিকেট, ১৯৯২।
♠ আয়োজক : অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড
read more »
Posted in ইতিহাস, খেলাধুলা, জানা অজানা |
Leave a Comment »
December 25, 2014
মূল লেখার লিংক

ক্রিকেট পুরোপুরিই এক মনস্তাত্ত্বিক খেলা। ক্রিকেটের এই মনস্তাত্ত্বিক আবহকে উসকে দিতেই যেন আধুনিক ক্রিকেটে স্লেজিং নামের এক কৌশলের জন্ম হয়েছে। ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি এই স্লেজিং নামের মনস্তাত্ত্বিক লড়াই এখন ক্রিকেটের অবিচ্ছেদ্য অঙ্গেই পরিণত।
read more »
Posted in খেলাধুলা, রম্য |
Leave a Comment »
August 9, 2014
মূল লেখার লিংক

’৭১ এর স্বাধীনতা যুদ্ধের শেষদিকে যখন ভারতীয় সেনাবাহিনীর অংশগহন প্রায় নিশ্চিত, তখন জেনারেল নিয়াজি উপলব্ধি করলেন নিরীহ বাঙালি মারার ‘অপারেশন সার্চ লাইট’ কন্সেপ্ট দিয়ে ইন্ডিয়ান আর্মির মোকাবিলা করা অসম্ভব। অতএব অক্টোবর ’৭১ নাগাদ তিনি তার প্ল্যান রিভিউ করে তার ডিফেন্স ঢেলে সাজেলেন। নতুন এই কন্সেপ্টে তিনি বর্ডার আউটপোস্ট বরাবর ১ম লাইন, বর্ডার থেকে ঢাকামুখী মহাসড়কের ওপর বড় বড় শহর বরাবর ২য় লাইন, এবং ঢাকার বাইরে আর ভেতরে মিলিয়ে আরো দুই লাইন, মোট চারস্তরে ডিফেন্স নিলেন, যাকে বলা হল ফোর্ট্রেস কন্সেপ্টে ডিফেন্স।
read more »
Posted in ইতিহাস, জানা অজানা |
Leave a Comment »
January 4, 2014
মূল লেখার লিংক
প্রকৃতি অনেক সময়ই বড্ড খেয়ালি হয়ে উঠে কারো কারো প্রতি। কখনও নিষ্ঠুর, কখনও কৌতুকপ্রিয়। তাইতো অর্থনীতি সংস্কারক একজন সফল রাষ্ট্রনায়ক হলেও মানুষ বিল ক্লিনটনকে বরং মনে রাখে মনিকা লিইউনস্কির সাথে, জিনেদিন জিদানের কথা মনে করলে প্রথমেই মনে করে মাতেরাজ্জিকে ঢুঁস মারার কথা, ব্রাডম্যানের হাজারো প্রাপ্তির ভিড়েও শেষ ইনিংসে ৪ রানের আফসোসটিই অনেক বড় মনে হয়, হ্যান্সি ক্রনিয়ের অবদান লোকে ভুলে যায় তার প্রতারণার কথা মনে করে।
ভেঙ্গে যাবার আগে অর্ধশতাব্দীরও বেশী সময় ধরে টিকে থাকা পঙ্কজ রায় এর সাথে করা ৪১৩ রানের রেকর্ড ওপেনিং জুটি, টেস্ট ক্রিকেটে এক থেকে দশ পর্যন্ত প্রতিটি পজিশনে ব্যাট করা মাত্র ৩ জন ক্রিকেটারের একজন, একই টেস্টে শতরান এবং পাঁচ উইকেট শিকার করা প্রথম ভারতীয়, অ-ইংরেজ হিসেবে লর্ডস এর ব্যাটিং এবং বোলিং উভয় অনার্স বোর্ডে নাম ওঠা ৩ জন খেলোয়াড়ের একজন, দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে ভারতের প্রথম টেস্ট ম্যাচ জয়ে অসামান্য অবদান, সুনিল গাভাস্কার ভেঙ্গে দেবার আগ পর্যন্ত ২৭ বছর টিকে থাকা কোন ভারতীয় ব্যাটসমানের ২৩১ রানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড–এত এত সব চমকপ্রদ অর্জন।
read more »
Posted in ইতিহাস, খেলাধুলা, জানা অজানা |
Leave a Comment »
December 12, 2012
মূল লেখার লিংক
এই ভয়ংকর রাস্তার তালিকায় প্রথমেই আছে, উত্তর বলিভিয়ার একটি রাস্তা যা ‘রোড অব ডেথ’ নামে কুখ্যাত। অ্যামাজন রেইন ফরেস্টের সাথে যে কয়টি রাস্তা দিয়ে চলাচল করা হয়, তার মধ্যে এটা অন্যতম। এই রাস্তাটি প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ। ১৫,২৬০ ফিট উঁচু থেকে শুরু হয়ে সর্বনিম্ন প্রায় ৩,৯০০ ফিট পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা ভাবে এই রাস্তা এগিয়েছে। এর প্রতি পদে পদে রয়েছে মৃত্যুর হাতছানি। সিংগেল লেনের এই রাস্তা মাত্র দশ ফিট চওড়া, চিরুনীর দাতের মত তীক্ষ্ণ বাক। আতংকের বিষয়, এই রাস্তায় কোন রেলিং নেই। এবং পাশেই গড়পড়তা প্রায় ১,৮০০ ফিটের গভীর খাদ। মড়ার উপর খাঁড়া ঘা হিসেবে কিছুক্ষন পর পর, ঘন মেঘ, কুয়াশা এবং ধুলা রাস্তার ভিজিবিলিটি প্রায় শুণ্যের কাছাকাছি নিয়ে আসে। ভেবে দেখুন এমন একটি রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার অনুভুতি কেমন হবে?
তবে যারা এ্যাডভেঞ্চার প্রিয়, তারা এই স্থানটিকে আদর্শ মানেন। ফলে বিশ্বজুড়ে এ্যাডভেঞ্চার প্রেমিদের কাছে একটা অন্যতম দর্শনীয় স্থান। প্রতিবছর প্রায় কয়েক হাজার ভ্রমন কারী এই পথ দেখতে আসেন।
read more »
Posted in জানা অজানা, ভ্রমন, রকমারি |
Leave a Comment »
November 23, 2012
মূল লেখার লিংক
ক্রিকেট খেলা দেখার দীর্ঘদিনের অভিজ্ঞতা (১৯৯৬-২০১২) থেকে আমি প্রতিটি দেশের টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে আমার পছন্দের সেরা একাদশ নির্বাচন করছি। `আমার দেখা ক্রিকেট দলগুলোর সেরা একাদশ` এ প্রথমেই দৃষ্টিপাত ক্রিকেটের পুরনোতম সংস্করণ টেস্ট ক্রিকেটের দিকে। টেস্ট খেলুড়ে দশটি দলের সেরা একাদশ বাছাই শেষে এ সময়ের সেরা বিশ্ব একাদশ নির্বাচন শেষে টেস্ট ক্রিকেটে দলগুলোর অবস্থানের আলোকে একাদশগুলো সাজানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকা:
ওপেনিংয়ে গিবসের চেয়ে ব্যাটিং রেকর্ড ভাল হওয়ায় প্রোটিয়াসদের সেরা দলে কারস্টেন স্মিথের সঙ্গী। মিডল অর্ডারে ডারিল কালিনানকে বাদ দিয়ে ক্রনিয়ের নাম দেখে অনেকে চমকে উঠবেন। কিন্তু কালে ভদ্রে উঠে আসা স্পিনারদের থেকে দলে স্থান পাওয়া এ্যাডামসের সাথে পার্টটাইমার হিসেবে বোলিং করার জন্য তার চেয়ে ভাল বিকল্প যে নেই! ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ও অধিনায়কত্ব মিলিয়ে বিমান দূর্ঘটনায় নিহত হওয়া এ সাবেক অধিনায়কই আমার একাদশের একজন সদস্য। এছাড়া এ্যাশওয়েল প্রিন্সের কথাও ভেবেছি।
read more »
Posted in ইতিহাস, খেলাধুলা |
Leave a Comment »
February 26, 2012
বিশ্বের শীর্ষ ১০টি সেনাবাহিনী
বিশ্বের প্রায় প্রতিটি দেশের রয়েছে নিজস্ব সেনাবাহিনী । যার কাজ হল আভ্যন্তরীণ ও বহিরাগত শত্রু থেকে নিজ সার্বভৌমত্ব রক্ষা করা। বিশ্বের শীর্ষ ১০টি সেনাবাহিনীর তালিকা করা হয়েছে সেনা ইতিহাস, বর্তমান কার্যক্ষেত্র, সেনা সংখ্যা সর্বোপরি দক্ষতা ও খ্যাতির ভিত্তিতে। এই সেনাবাহিনীর অধিকাংশ ১ম বিশ্বযুদ্ধ্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোরীয় যুদ্ধে জড়িত ছিল। উপরন্তু, এই সামরিকবাহিনী তাদের নিজ দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে সরাসরি জড়িত ছিল।
#১০

read more »
Posted in জানা অজানা |
3 Comments »
December 22, 2010

আফগানিস্তানে অল্প কিছুদিন থাকলেও মনের ভিতরে একটা অপ্রাপ্তি ছিলো বামিয়ানে বিশ্বের সবথেকে বড় বুদ্ধমুর্তি না দেখা। তালিবানরা ক্ষমতা দখলের পরে বুদ্ধমুর্তিটার ব্যাপক ক্ষতিসাধন করেছিলো। আসল কথা আমার বামিয়ানে যাওয়ার সূযোগ হয়নি, তাই দেখাও হয়নি।
সম্রাট অশোকের নাম তো শুনে আসছি ছোটবেলা থেকে, সাথে প্রাসঙ্গিকভাবে তক্ষশীলার নামও। বৌদ্ধ সভ্যতার এক মহানায়কের নাম সম্রাট অশোক আর তার মহাকীর্তি তক্ষশীলা। আমি যদিও এক ঐতিহাসিক ঘটনাপঞ্জী ব্যাক্ত করতে পারবোনা অজ্ঞ্যানতার জন্যে তবে উইকিতে অনেক তথ্য পাওয়া যায়। উইকি থেকে অনুবাদ করে নিজের জ্ঞ্যান হিসেবে চালিয়ে দিতে আমার একটু এ্যালার্জি আছে। আমি ইতিহাসের ছাত্রও না। তবে ওখানে যেয়ে এটুকু জানলাম যে তক্ষশীলার সভ্যতা এবং নগরায়ণ হয়েছে খৃষ্টপূর্ব ২০০ থেকে ২০০ খৃষ্টাব্দ পর্যন্ত।
read more »
Posted in ইতিহাস, ভ্রমন |
Leave a Comment »
September 21, 2010
মূল লেখার লিংক

মুদ্রায় অঙ্কিত ব্যাকট্রিয় গ্রিক রাজা মিলান্ডার। ইনি একজন বৌদ্ধ পন্ডিতকে কয়েকটি প্রশ্ন করে ইতিহাসে অমর হয়ে আছেন। প্রাচীন ভারতে মৌর্যবংশের পতনের যুগে ব্যাকট্রিয় গ্রিক রাজারা পশ্চিম ভারতের গুজরাটের ভৃগকচ্ছ অবধি তাদের সাম্রাজ্য বিস্তার করে। এদের সর্বশেষ নৃপতি মিলান্ডার (বা মিলিন্দ) বৌদ্ধধর্মে আকৃষ্ট হয়ে পড়েন এবং ঐ ধর্মে দীক্ষা নেওয়ার পূর্বে বৌদ্ধ পন্ডিত নাগসেনের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। পালি সাহিত্যে এই আলোচনা ‘মিলিন্দ পহনো’ বা মিলিন্দ প্রশ্ন আখ্যায় লিপিবদ্ধ আছে।
read more »
Posted in ইতিহাস, জীবনকথা |
Leave a Comment »