বিশ্বের সর্বাধিক প্রচলিত ম্যাগাজিন টাইম বিগত ২০১০ সনের কিছু সেরা ছবি বাছাই করেছে। এর মধ্যে থেকে আমার পছন্দ হওয়া কিছু ছবি দিলাম।
১. স্পেনীশ বুলফাইটে একজন ম্যাটাডরঃ গলা দিয়ে শিং ঢুকে মুখের তালু ফুটো করে বেরিয়ে এসেছে।
২. আফঘানিস্তানের মূসা ক্বালা তে তালেবানদের প্রাক্তন একটি ঘাঁটিতে তালেবান যোদ্ধাদের আঁকা দেয়াল চিত্রঃ
৩. পাকিস্তানের উদবাস্তু শিশুঃ দেখে বুঝার উপায় আছে জীবিত নাকি মৃত?
না, সে জীবিত। বন্যায় বাস্তুহারা এই শিশু ত্রান শিবিরে খাদ্যাভাব আর ঠান্ডায় এতোই শ্রান্ত যে মাছি বসে থাকলেও টের পাচ্ছেনা।
৪. গাধার পিঠে ব্যালট বক্সঃ স্থান আফগানিস্তান। বাংলাদেশ হলেও আসলে বেমানান হতোনা।
৫. তিন সেকেন্ডের মধ্যে বলতে হবে ছবিটি কিসের। বলুনতো?
৬. আহা!! কি সুন্দর ছবি! নীচে ওটা কি আগুনের নদী? নাকি ড্রাগন?
না, এটা মেক্সিকান-আমেরিকান বর্ডারে টহল গাড়ির একটা লং এক্সপোজার শট।
৭. দূঃসাহসিক অগ্নিসেনাদের ভয়ঙ্কর সুন্দরে যাত্রাঃ
৮. বাহ! খুব সুন্দর পেইন্টিং তো!! এটা কি কোন তৈল চিত্র?
হ্যাঁ, এটা বিপি এর খনন রিড ডুবে যাওয়ার পর লস অ্যাজেলস এর তীরে ভেসে আসা তেল।
৯. চিলি এর আটকে পড়া খনি শ্রমিকদের খুঁজে পাওয়ার প্রথম চিত্র
১০. সব পাখি মিলে একটি পাখি।
মানুষের দৈনন্দিন বেঁচে থাকার সাধারন জিনিষ গুলোর কি অসাধারন ছবি!! একটু বিষন্ন হয়ে গেছি ছবি গুলো দেখে।
http://www.amarblog.com/posts/124973
লেখাটির ব্যাপারে আপনার মন্তব্য এখানে জানাতে পারেন