- 03
- 01
- 04
- 02
সহজ বাংলায় অ্যাম্বিগ্রাম হচ্ছে যে কোন শব্দকে এমন ভাবে লিখা বা আঁকা……যাতে সেই শব্দটিকে যদি ঘুরিয়ে দেয়া হয় বা আয়না তে ফেলে দেখা হয় তাহলেও আগের রূপের কোন পরিবর্তন হবেনা………
তারপরও যারা বুঝেননি তাদের জন্য ইংরেজী ডেফিনেশন….
An ambigram is a typographical creation that presents two or more separate words within the same physical space.
বুঝেছেন??
আ্যানজেলস এন্ড ডেমনস যদিকেউ পড়ে থাকেন তাইলে তিনি হয়তোবা এই ব্যপারে ওয়াকিবহাল আছেন…..তবে বইটা পড়ে অ্যাম্বিগ্রামের ইতিহাস অনেক প্রাচীন বলে মনে হলেও আসলে অ্যাম্বিগ্রামের ইতিহাস বেশী পুরানো না…..
১৮৯৩ সালে ধরা হয় প্রথম অ্যাম্বিগ্রাম পাবলিশ করা হয়…….ডিজাইন করেছিলেন পিটার নুয়েল…
এটা প্রথম দিকের একটা অ্যাম্বিগ্রাম….
তবে অনেক প্রাচীন কাল থেকেই বেশ কিছু চিহ্ন পৃথিবীতে বিখ্যাত হয়ে আসছে যে গুলো এক ধরনের অ্যাম্বিগ্রাম…….
যেমন……স্বস্তিকা চিহ্ন,,সরল ক্রস,,,ইহুদীদের তারকা…………
- 07
- 06
তাই ধারনা করা হয় প্রাচীন কালের লোকেরাও অ্যাম্বিগ্রামের ব্যবহার জানতো এবং বিভিন্ন কোড এবং সিম্বলে ব্যবহার করতো………
তবে ১৮৯৩ এর পর থেকে এটা নিয়মিতভাবে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে থাকে…………..
এটা পল ম্যাককার্টনির একটা এলবামের কাভার
লন্ডন অলিম্পিকের লোগো
বিখ্যাত একটি অ্যাম্বিগ্রাম…..ওয়াটার,আর্থ,এয়ার………
- 12
- 13
- 11
উইকিপিডিয়া…..
স্টিফেন হকিং এর নিজে বানানো তার নামের অ্যাম্বিগ্রাম…..
অ্যাম্বিগ্রাম বেশ কয়েক প্রকারের আছে……...রোটেশনাল,মিরর ইমেজ,,ভার্টকাল,,,থ্রি ডাইমেনশনাল ইত্যাদি.…………
- 15
- 16
আরেকটা মজার প্রকার হচ্ছে ন্যাচারাল…………আমরা নিয়মিত বেশ কিছু শব্দ ব্যবহার করি…………..যেগুলো আসলে এক ধরনের অ্যাম্বিগ্রাম……..
যেমন………..suns,,swims,,bud,,dollop……….ইত্যাদি….একটু উল্টায়ে দেখেন………….
অনেক লেকচার মারলাম…………..এবার আসুন আপনার নিজের নামের একটা অ্যাম্বিগ্রাম তৈরি করে ফেলেন………
এই ওয়েবসাইটে যান
http://www.flipscript.com/
তারপর ওদের নির্দেশ ফলো করে বানিয়ে ফেলেন আপনার নামের একটা অ্যাম্বিগ্রাম………..তবে অ্যাম্বিগ্রামটি আপনি স্ক্রিনশটের মাধ্যামে সেভ করতে হবে……….নাইলে কিনতে হবে
আমার নামের অ্যাম্বিগ্রাম
- imran 2
- imran
—
Imran Mahmud
লেখাটির ব্যাপারে আপনার মন্তব্য এখানে জানাতে পারেন